
নিজস্ব প্রতিনিধিঃ
১২ই এপ্রিল এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জাকারিয়া রবিউল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। তিনি দেশান্তর.কম এর সম্পাদক, বার্তা বিচিত্রার স্টাফ রিপোর্টার, নিউজ ভারত বাংলার স্টাফ রিপোর্টার এর পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা,র সহ – সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন- Bhrc বরিশাল সদর উপজেলা শাখার সহকারী তথ্য সম্পাদক, ই-প্রেস ক্লাব এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। দেশান্তর.কম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মোঃ জাকারি রবিউল এর জন্মদিন এ অনেকে শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা জানিয়েছেন
বরিশাল শহরে আমানতগন্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ এম এ জলিলুর রহমান, মাতা নাজমুন নাহার।তারা ১ ভাই ১ বোন তিনি বড়। জাকারিয়া রবিউলের জন্মদিনে তার প্রতি প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।