
মোঃ মাহামুদুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধিঃ
বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে দেশব্যাপী ধারাবাহিক প্রচারণা–পথসভা তেঁতুলিয়া থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল ) দুপুরে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার জিরো পয়েন্ট থেকে সূচনা করেন রুদ্র মুহম্মদ আনারুল।তিনি বঙ্গবন্ধু সরকারি কলেজ, বদলগাছি, নওগাঁয় স্নাতক তৃতীয় বর্ষ,বাংলা বিভাগে অধ্যয়নরত আছেন।
এসময় উদ্যোক্তা রুদ্র মুহম্মদ আনারুল বাংলা ভাষা পূর্নাঙ্গ মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে প্রচারণা-পথসভার সূচনা করে বলেন বাংলা ভাষার জন্য আমাদের দেশের সূর্য সন্তানেরা জীবন দিয়ে দাবী আদায় করেছেন। কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে বাংলা ভাষার পূর্নাঙ্গ ব্যাবহার হচ্ছেনা। ভাষা ছিল স্বাধীনতার মূলমন্ত্র। আমরা বাংলা ভাষার থেকে বিদেশি ভাষার প্রতি বেশি মনোযোগী হচ্ছি।
পাঠ্যপুস্তক,গণমাধ্যম, সরকারি – বেসরকারি দফতরে ভিন্ন বানান রীতি চলছে।এজন্য বাংলা ভাষা তার মর্যাদা হারাচ্ছে।বাংলা ভাষাকে শেষ করার এটা একটা গভীর ষড়যন্ত্র। অনতিবিলম্বে পাঠ্যপুস্তকে অভিন্ন বানান রীতি চালু করতে হবে। গনমাধ্যম,সরকারি- বেসরকারি দফতরে,সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাংলাভাষার পরিপূর্ণ ব্যাবহার করতে হবে। এসময় তিনি ৩ দফা দাবি তুলে ধরেন, দাবীগুলো হল
১.সর্বস্তরের পাঠ্যপুস্তক,গণমাধ্যম ও সরকারি –বেসরকারি দফতরে অভিন্ন বাংলা বানান রীতি প্রয়োগ করা। ২.বাংলা ভাষা দূষণ ও বিকৃতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। ৩.রাষ্ট্র ও সমাজের সকল স্তরে বাংলা ভাষার ব্যবহার ও প্রয়োগ করা। তেঁতুলিয়া থেকে শুরু করে নীলফামারী–বগুড়া–নারায়ণগঞ্জ–কুমিল্লা–চট্টগ্রাম হয়ে টেকনাফ গিয়ে প্রচারণা – পথসভায় সমাপ্তি হবে বলে তিনি জানান।