
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলার সাজঘর গ্রামে সড়ক দুর্ঘটনায় মোসাম্মৎ সানিয়া নামে ৭ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১২ এপ্রিল মঙ্গলবার সকল ১১ টায় চাড়িপাড়া-সাজঘর সরকেড় সাজঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মোসাম্মৎ সানিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়দুশিয়া গ্রামের (উচা বাড়ি) আবদুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, মোসাম্মৎ সানিয়া তার মায়ের সাথে ইজিবাইকে করে নানা বাড়ী সাজঘর যাওয়ার সময় চালকের অসতর্কতার কারণে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে পাশে জমিতে পরে যায়। ইজিবাইকের অন্য ৪ জন যাত্রী আহত হন এবং মোসাম্মাৎ সানিয়া ইজিবাইকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্য হয়।
ঘটনার পর ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা শ্বিকার করে বলেন লাস ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।