
স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরে ওমর ফারুক নামে এক মাদক বিক্রেতার ১৩বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার(১৩ এপ্রিল) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ আদেশ দেন। আসামী ওমর ফারুক নাটোরের বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত শহীদুল্লাহ ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮সালের অক্টোবর মাসে নাটোর বড়াইগ্রাম উপজেলার বাগডোব এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ওমর ফারুক নামে এক মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশি চালিয়ে ১০০পিচ ইয়াবা এবং ১০গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পরে এস আই মামুন হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক শরীফ উদ্দিন আসামী ওমর ফারুককে ১৩বছর কারাদন্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।