
আবুল হাসান কুশনা ইউনিয়ন
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামের বালিখোলা মাঠের রাস্তা কেঁটে নিজের পানের বরজে দিয়েছেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভূ কুমার দাস। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে গ্রামের চাষীরা তাদের ফসল আবাদের জন্য যাতায়াত করার যে রাস্তাটি ব্যাবহার করে, সেই রাস্তাটির দুই পাশের মাটি কেঁটে সাধারণ চাষীদের চলাচলের জন্য অনুপোযোগী করে রেখেছেন।
গ্রামের অন্য চাষীরা এ বিষয় নিয়ে কয়েকবার বিবাদেও জড়িয়েছেন। এ বিষয়ে শিক্ষক প্রভূ কুমার দাস সাংবাদিক দের জানান আমি রাস্তা যতটুকু কেটেছি তার থেকে আমার পাশের জমির মালিক কায়েম আলি মাটি কেঁটেছে বেশি। আমিও তার দেখে মাটি কাঁটি। গ্রাম বাসী বলেন, সরকারি রাস্তা কেঁটে অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমাদের। যখন তখন রাস্তা ধসে পড়তে পারে। একজন সরকারি চাকুরীজিবী হয়ে সরকারি রাস্তা কোন আইনে কাঁটতে পারে। এ ব্যাপারে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করবো।