
কাউখালী (পিরোজপুর )সংবাদদাতা ।
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয়। মঙ্গল যাত্রার নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা।
মঙ্গল যাত্রার রেলিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। বৈশাখী মেলা দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। মেলায় মৃৎশিল্প , শীতল পাটি শিল্প সহ বিভিন্ন ধরনের স্টল অংশগ্রহণ করছে।