
আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি,সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে সম্প্রীতির হাত ধরি’ এ প্রত্যয়ে বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে দিনব্যাপী পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যবাহী বর্ণীল সাজে সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও ভ্যান গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শাহজাদপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা। এ শোভাযাত্রা শাহজাদপুর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিলুপ্ত প্রায় গ্রামীণ লোকজ ঐতিহ্য ও বাঙালিয়ানা সাজে সুসজ্জিত হয়ে এ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এতে অংশ নিয়ে শোভাযাত্রাটিকে প্রাণবন্ত করে তোলেন।
অনেকে বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান করে আনন্দ উল্লাস করেন। এতে শোভা পায় বিভিন্ন ধরণের শিল্পকর্ম। বাঘ,হাতি,ঘোড়া,হরিণ,পেচা,ময়ুর,একতারা ছিল বিশেষ আকর্ষণ।অনেকের মুখে রঙ বেরঙয়ের মুখোশও শোভাপায়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া শিশু, কিশোর,কিশোরীদের আনন্দ উচ্ছাস ছিল চোখে পড়ার মত। দিন ব্যাপী তারা নেচে গেয়ে আনন্দ করে পহেলা বৈশাখ উদযাপন করে।