
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত (মলয়), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ। শুভ নববর্ষ ১৪২৯ উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।