
মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। বাংলা ১৪২৮ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে করোনামুক্ত আগামীর সুস্থ,সুন্দর,স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা রেখে ১৪২৯ সালে আমতলী উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই।সকল ভেদাভেদ ভুলে নতুন বছর হোক অনাবিল আনন্দের। আমতলী উপজেলার সকল নাগরিক তথা সকলকের প্রতি রইলো বাংলা নতুন বছরের শুভেচ্ছা।
তিনি আরও বলেন, নতুন বছর নিয়ে আসুক নতুন নতুন আশা, সকলের মাঝে ছড়িয়ে পরুক পারস্পরিক সৌহার্দ্য,হানা হানি ভেদাভেদ সব কিছু ভুলি, আসুন সবাই মিলে মিশে সৎ পথে চলি, সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা,শুভ বাংলা নববর্ষ।নতুন বছর সকলের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ,সুখ, শান্তি, ও সমৃদ্ধি।নতুন বছর হোক নতুন চলার অঙ্গীকার। আগামীর দিনগুলো আমাদের জন্য হোক শান্তির,আনন্দ ও মহিমান্বিত।মানুষে মানুষে ভালবাসার বন্ধন সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ, পৃথিবী হোক আলোকিত। দেশের মানুষের জীবন হোক দীপ্তিময় ও নির্মল আনন্দের।