
মোঃ সোহেল আহমেদ, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান আলী নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শুভ যাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুচি রানী সাহা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম প্রমুখ।