
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বেশ কিছু এলাকায় বাড়ির মেঝেগুলো ভিজে যাচ্ছে ভূগর্ভস্থ পানিতে। কোন কোন বাড়ির মেঝেতে পানি জমে যাচ্ছে। হঠাৎ করেই এমন ঘটনায় বিস্মিত অনেকে। আতংকেও ভূগছেন তারা। আবহওয়াবীদরা বলছেন ভুগর্ভস্থ তাপমাত্রা বেড়ে যাবার কারণেই এমনটা ঘটছে। তারা বলছেন আপাতত: কোন সমাধান না থাকলেও আতংকের কিছু নেই।
পৌর শহরের ডোকোরোপাড়া এলাকার আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক আনোয়ারুল ইসলাম খায়েরের বাড়ির টাইলস-এর মেঝে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ভেজা ভেজা লাগতে শুরু করে। তার পরিবারের লোকজন প্রথমে কিছু বুঝতে পারেননি। একঘণ্টায় পানি জমতে শুরু করলে তারা আতংকিত হয়ে ওঠেন। তারা আশে পাশের বাড়িগুলোতে খোঁজ নিতে শুরু করেন । প্রায় প্রত্যেক বাড়ির মেঝেগুলো ভেজা। খালি পায়ে হাটা চলা করলে ভিজে যাচ্ছে পা। তারা বলছেন গত কয়েকদিন থেকেই এমন অবস্থা বিরাজ করছে । খালি পায়ে মেঝেতে হাটা চলা করা ।প্লাষ্টার করা বা টাইলসের মেঝেতেই এমন অবস্থা লক্ষ্য করা যাচ্ছে বেশী। আনোয়ারুল ইসলাম খায়ের জানান, আশে পাশের কয়েকটি বাড়ির মেঝেতে পানি উঠতে দেখে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেই । জেলার বিভিন্ন উপজেলার অনেকেই কমেন্টে লিখেছেন তাদের বাড়িতেও একই অবস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই হয়তো এমন ঘটনা ঘটছে। কিন্তু আতংকে আছেন সবাই ।
তবে আতংকের কিছু নেই বলে আশ্বস্থ করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই অফিসের আবহাওয়া উচ্চ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলছেন, পঞ্চগড়ের মাটির নিচে অনেক পাথর ও বালি থাকার কারণে ভূগর্ভস্থ তাপমাত্রা বেড়ে গেছে। সেই তুলনায় উপরিভাগের তাপমাত্রা কম। অতিরিক্ত তাপমাত্রার কারনে মাটির নিচের পানি উপরিভাগে উঠে আসতে পারে। তবে এমন ঘটনা শুধুমাত্র পাকা বাড়িতেই দেখা যাবে বেশি। বর্তমানে পঞ্চগড়ের ভূগর্ভে ২৮ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। উপরিভাগে বিরাজ করছে ১৬ থেকে ২০ সেন্টিমিটার। তিনি বলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ঘটনা ঘটছে। পঞ্চগড়ে আগামী ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা বেড়ে যাবে। ২৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তাপমাত্রা বিরাজ করতে পারে। তাই এবার আবহাওয়ায় গরম বেশি পড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।