
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
বরিশালে ‘চিকিৎসা সকলের অধিকার অংশিদারিত্ব নীতি ও অগ্রগতি’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল রবিবার বেলা ১১ টায় বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে ‘ জন্মগত রক্তক্ষরণ জনিত রোগীদের জন্য সমন্বিত নীতিমালায় অন্তর্ভূক্ত করতে সরকারের সম্পৃক্ততা চাই’ স্লোগানে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পরে শেবাচিম হাসপাতাল মিলনায়তনে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের বরিশাল বিভাগের সদস্য রনজিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ জি.এম.নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।