
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে পৌর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। গতকাল শুক্রবার বাদ আসর মুলাদী মহিলা কলেজ হলরুমে পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কবির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্বক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি বক্তব্য রাখেন, মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আঃ বারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, মুলাদী থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা আঃ মজিদ, উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা এ্যাড. মজিবুর রহমান দুলাল, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আঃ মালেক সিকদার, এ্যাড. মাহমুদ হোসেন টিপু, যুগ্ন-সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মিরাজুল ইসলাম সিকদার, উপজেলা সৈনিক পার্টির সভাপতি আঃ রশিদ হাওলাদার, জাতীয় পার্টির নেতা সেলিম আহম্মেদ চৌকিদার, জানে আলম দুলাল চৌধুরী, পৌর জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক শাজাহান মিয়া, খালেক খান, উপজেলা যুবসংহতির সভাপতি আলাউদ্দিন মল্লিক, পৌর যুবসংহতির সভাপতি আলী আজম স্বপন, সহ-সভাপতি শামিম সরদার, উপজেলা ছাত্রসমাজ সাধারন সম্পাদক জসিম মল্লিক, পৌর মহিলা পার্টির সভানেত্রী সিমা আক্তার, নাজমা বেগম সহ পৌর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় ওয়ার্কার্স পার্টির নেতা সুজন আহম্মেদ, রাম কৃষ্ণ দে, হারুন সরদার, আঃ ছত্তার তালুকদার সহ বেশ কয়েকজন নেতা জাতীয় পার্টিতে যোগদান করেন।