
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুরের কাউখালীতে সরকার কর্তৃক ডিসিআরভূক্ত দোকান ও ভিটি হতে ব্যবসায়ী ও ভূমিহীনদের অবৈধভাবে উৎখাত সহ নানা হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগিরা। রবিবার সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবার, ব্যবসায়ী, ভূমিহীন পরিবার, সচেতন নাগরিক ও নির্যাতিত অসহায় জনসাধারনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে কাউখালী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা করা হয়, সরকারি বিধি মোতাবেক দোকান ভিটি প্রতি বছর সরকারকে রাজস্ব প্রদান করে আসছে ব্যবসায়ি ও সুবিধাভোগি ভূমিহীনরা। হঠাৎ করে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে কোন আগাম নোটিশ কিংবা মৌখিক নোটিশ প্রদান না করে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে।
সংবাদ সম্মেলন শেষে ভূক্তভোগিরা উপজেলা পরিষদের সম্মূখে মানববন্ধন করেন। শেষে প্রতিবাদ দেন, মুক্তিযোদ্ধার সন্তান শেখ মৌসুমী ইসলাম মনোয়ারা, নারী নেত্রী লিপি বেগম, ব্যবসায়ী সোহাগ হোসেন তালুকদার, সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রেজাউল কবির স্বপন, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক প্রমূখ। এ ব্যাপারে কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমি কাউকে জমি থেকে উৎখাত করিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক খালি জায়গায় বালু ভরাট করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, কাউকে উচ্ছেদ করা হয়নি। বাজার সম্প্রসারণ ও উন্নয়নে সরকারি খালি জায়গা বালু ভরাট করা হচ্ছে। তবে অনেকে একসোনা ডিসিআর বন্দোবস্ত নিয়ে জমি যথেচ্ছার ব্যবহার করছে এটি বেআইনি।