
শেখ সোহেল, বাগেরহাট প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদলের নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট খুলনা মহা সড়কে বাগেরহাট সদর উপজেলার বারাকাপুর নামকস্থানে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল বের করেন। এ সময় মিছিলে, বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম মিঠু, যুগ্ন-সম্পাদক এস এম মাহিম হোসেন সুজন, মো আলামীন, প্রচার সম্পাদক শেখ তানভির, সহ প্রচার সম্পাদক মো ইমরান।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ নিয়ামুল কবির রাহুল, ছাত্রদল নেতা সবুজ হাসান, রবি ফকির, দেওয়ান সোহেল, মারুফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ।
রবিবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।