
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম নাসীর উদ্দিনের জৈষ্ঠ পুত্র ও খানসামা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও পাকেরহাট ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী নাহেদুল ইসলাম সাজুর বাবা পাকেরহাট আর্দশগ্রাম সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির হোসেন (৫৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার দিবাগত ভোর ৩.৫০ মিনিটে উপজেলার পাকেরহাট নিজ বাড়িতে কিডনীজনিত সমস্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও ভাই সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। দুপুর ২.৩০ পাকেরহাট বড়মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপির চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্সহ পরিবারের সদস্যবৃন্দ ও হাজার হাজার শুভাকাঙ্ক্ষী।