
স্টাফ রিপোর্টারঃ উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তরুন রাজনীতিবিদ সুশিক্ষিত সুনাগরিক আল মাহমুদ সরকারের উপর জামাত বিএনপির অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠণ। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তানভীর ইমাম এমপির বিশ্বস্ত ভ্যানগার্ড, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারের উপর উদ্দেশ্য প্রণোদিত বর্বরোচিত হামলা চালায় জামাত বিএনপির সন্ত্রাসী বাহিনী। শান্তির নগরী উল্লাপাড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় জামাত বিএনপির সন্ত্রাসীরা।
এই বর্বরোচিত হামলার প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মৎস্য জীবি লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনসাধারণ এই হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্ত্রির দাবি জানানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের হাজারো নেতারা উপস্থিত ছিলেন।