
মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
“গরিব-দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়” এই প্রতিপাদ্যকে সামনে বরগুনার আমতলীতে লিগ্যাল এইড দিবস ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুর ১২ টার সময়ে আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, আমতলী থানা পুলিশ প্রশাসন, আইনজীবি, বিচারপ্রার্থী ও জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব আরিফুর রহমান, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিনিয়র আইনজীবী এম,এ কাদের মিয়া, বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ সভাপতি (আমতলী) এডভোকেট নুরুল ইসলাম, সিনিয়র আইনজীবী মোঃ নুরুল ইসলাম শানু, এডভোকেট মিজানুর রহমান সিকদার সহ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী প্রমুখ।