
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় যানজটে পড়ে মোটরসাইকেলর ধাক্কায় দুই পক্ষের মারপিটে দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে মারপিটের এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে,বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু’র ছেলে তূর্য রহমান বঙ্গবন্ধু চত্বরে যানজটে পড়ে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় বঙ্গবন্ধু চত্বরে স্বর্ণ ব্যবসায়ী গাজী জুয়েলার্সের মালিক মোখলেসুর রহমান গাজী নিজ বাড়ি পাকুড়িয়া ইউনিয়নের দাঁড়পাড়া গ্রামে যাওয়ার পথে ধাক্কা লাগে।
এতে মোখলেসুর রহমান গাজী ছিঁটকে পড়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে তূর্য রহমানকে মারপিট করা হয়। পরে তূর্য কিছু বন্ধুদের সাথে নিয়ে চক ছাতারী হাফিজিয়া মাদ্রাসার সামনে যায়। এ সময় তাদের দেখে গাজী চক ছাতারী গ্রামের আসলাম উদ্দিনের বাড়িয়ে আশ্রয় নেয়। সেখানে মারপিটের বিষয়টি জানতে চায়। এ সময় গাজী একটি হাসুয়া নিয়ে দক্ষিণ গাওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তন্ময় রহমান (১৪) কে বাম হাতের বাহুতে হাঁসুয়া দিয়ে কোপ দেয়। এই হাঁসুয়ার কোপে তূর্য’র বন্ধু তন্ময়ের হাতে মারাত্বক জখম হয়। পরে গাজীকেও মারপিট করে আহত করা হয়। এ সময় আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত ডা. সাবিহা আফরোজ লিজা তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মোখলেসুর রহমান গাজীর বড় ভাই পাকুড়িয়া ইউনিয়নের-১নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান লোকমান বলেন, গাজী আমার ছোট ভাই। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতাালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তন্ময় রহমানের পিতা সিরাজুল ইসলাম বলেন, ছেলের বন্ধু তূর্যকে গাজী নামের এক ব্যক্তি মারপিট করায় তার কাছে জানতে গিয়ে ছিল। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক যুবাইদুল রহমান বলেন, আমার বাড়ি সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) আব্দুল করিম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।