
নিজস্ব প্রতিবেদক:
উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মশিউর রহমান মৃধা। তিনি সবাইকে ধনী গরিব ভেদাভেদ ভুলে একসাথে ঈদ আনন্দ উপভোগ করার আহবান জানান। মশিউর রহমান মৃধা বলেন, ‘প্রিয় ভান্ডারিয়া বাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাসের মহামারীর এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
’তিনি বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে এই ঈদে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। ভান্ডারিয়া উপজেলাবাসী ও দেশ-দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।