
নিজস্ব প্রতিবেদক:
কারাগারে বন্ধি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষথেকে উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির নেতা মো: ওয়াসিম মন্নান উৎপল হাওলাদার। তিনি সবাইকে ধনী গরিব ভেদাভেদ ভুলে একসাথে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান।
ওয়াসিম মন্নান উৎপল হাওলাদার বলেন, ‘প্রিয় ভান্ডারিয়াবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাসের মহামারীর এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। তিনি বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে এই ঈদে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। তিনি কারাগারে বন্ধি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে গণতন্ত্র উদ্ধারের আহবান জানান।