
বেল্লাল হোসেন বাবু, নাটোর :
নাটোরের সিংড়ায় রহমত ইকবাল অনার্স কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার সকালে নাটোর জেলার সিংড়া উপজেলার রহমত ইকবাল অনার্স কলেজে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত হয়েছে অনুষ্ঠান। ১ম বারের মতো বিভিন্ন জেলা থেকে শতশত শিক্ষার্থী এতে অংশ নেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকেই অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তণ শিক্ষার্থীরা। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দুস্থ মানুষের সহায়তায় ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তে।
পরে সকাল ১১ টায় উদযাপন কমিটির সভাপতি ও বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ মুনছুর রহমান মুকুল এর সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র কলেজের প্রভাষক হালিম মোঃ হাসমত,উপাধক্ষ রেজাউল করিম, সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, বিলহালতি ত্রিমোহনী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার, চলবিল মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস,এম,রাজু আহমেদ সহ অসংখ্য সাংবাদিকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।