
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পদ্মার ভাঙ্গন থেকে চকরাজাপুর ইউনিয়ন কে রক্ষা ও উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মে) বিকাল ৪ টার সময় উপজেলার ০৭ নং চকরাজাপুর ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চকরাজাপুর ইউনিয়ন কে পদ্মার ভাঙ্গনের কবল থেকে রক্ষা ও অত্র ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং স্থায়ীকরণের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপ সিডিএসপি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন দাবিতে স্থানীয়রা এ মানববন্ধন করেন।
পবিত্র ঈদ-উল ফিতরের এই পবিত্র দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেছে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অত্র ইউনিয়নের জনসাধারণ।
উক্ত প্রকল্প বাস্তবায়নে চকরাজাপুর ইউনিয়নের প্রতিষ্ঠিতা বাঘা-চারঘাটের সাংসদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই মানববন্ধন করেছে বলে জানিয়েছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার।
চকরাজাপুর ইউনিয়নবাসীর প্রাণের দাবী বাস্তবায়নে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।