
রিয়াজ আহমেদ হান্নান, উল্লাপাড়াঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সলপ ইউনিয়ন আওয়ামী লীগ সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু।
কাজী এহসানুল হাসান সন্টু সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বলেন, সলপ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এবং উল্লাপাড়াবাসীর জন্য ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ ও সহমর্মিতা।
কাজী এহসানুল হাসান সন্টু, উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গণে এক পরিচিত নাম। উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক সভাপতি এবং প্রথম শ্রেণির ঠিকাদার কাজী এহসানুল হাসান সন্টু একজন আদর্শবাদী রাজনীতিবিদ। তিনি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। জনগণের দুঃসময়ে তিনি নানান ভাবে পাশে থেকেছেন। আগামীতে ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য কামনা করে ইউনিয়নের সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।