
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে ০৪ ছিনতাইকারী গ্রেফতার।
গত ০৫/০৫/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯:২০ ঘটিকার সময় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শাকিল হোসেন (২০), ২। মোঃ পেয়ারুল হোসেন (১৯), ৩। মোঃ ফরিদ হোসেন (২২) ও মোঃ ইমন (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইজ গিয়ার চাকু, ০২টি চাকু, ০১টি এন্টিকাটার ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
_____________________________
Cell: +8801847474393