
রিপোর্টঃ- নিরেন দাস
বর্তমানে বাংলাদেশ পুলিশ এর আইকন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার কৃতি সন্তান আমার আস্থার প্রতীক ঢাকা রেঞ্জের ডি-আইজি মো. হাবিবুর রহমান-বিপিএম (বার) পিপিএম (বার) মহোদয়’কে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান, দেশ নিউজ টিভির উপদেষ্টা, জাতীয় দৈনিক মবস্বল পত্রিকার চেয়ারম্যান দেশব্যাপী জনপ্রিয় কলামিস্ট, কবি, সাহিত্যিক আমার প্রাণপ্রিয় দুইজন অভিভাবক, ঢাকা মিরপুর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের স্যার ও সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিরুজাম্মান আমির দাদা।
এমময়ে মিরপুর প্রেসক্লাবের বিভিন্ন বিষয়ে মত বিনিময় শেষে গোলাম কাদের স্যারের সদ্য প্রকাশিত গ্রন্থ “বিক্রমপুরের কৃর্তিমান নারী” গ্রন্থ বইটি ডিআইজি হাবিবুর রহমান এর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
প্রচারেঃ- নিরেন দাস
(সদস্য)
মিরপুর প্রেসক্লাব ঢাকা।
(কর্মপরিষদ সদস্য কেন্দ্রীয় কমিটি)
জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ।
(কেন্দ্রীয় সদস্য ও আহ্বায়ক জয়পুরহাট)
জাতীয় বাংলাদেশ সাংবাদিক ক্লাব।
ও
(সাধারণ সম্পাদক)
উপজেলা প্রেসক্লাব, আক্কেলপুর”জয়পুরহাট।