
মাসুদ রেজা, সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়ায় ব্যাটারি চালিত অটোভ্যান খাদে পড়ে নাঈম সরকার (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহাদাত হোসেন (১১) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৩ মে) সকালে সদর উপজেলাধীন পিপুলবাড়ীয়াস্থ সোনামুখি আঞ্চলিক সড়কের মহিষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সরকার মহিষামুড়া দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে এবং সোনামুখি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আহত শাহাদাত হোসেন একই এলাকার বাসিন্দা।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, শুক্রবার সকালে কলেজ ছাত্র নাঈম নিজেদের অটোভ্যান চালিয়ে পার্শ্ববর্তী বাজারে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল শাহাদাত। বাজার নিয়ে ফেরার পথে মহিষামুড়া ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে দু’জনই আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নাঈম মারা যান।