
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ঘটনায় নিহত মদন রবিদাসকে হত্যার প্রতিবাদ ও নিহত মদনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল ১১ টায় পৌর শহরের চৌরাস্তা নাজমুল চত্বরে এই মানববন্ধন, বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহত মদন রবিদাস কাজিপুর পৌরসভার শ্রমিক।
সিরাজগঞ্জ জেলা বিডিইআরএম এর সভাপতি কুন্ডল রবিদাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিরাজগঞ্জ সদর থানার সভাপতি, সাংবাদিক অশোক ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিরেন দাস, কাজীপুর উপজেলার শাখার সভাপতি জহরলাল রবিদাস, বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো প্রমূখ।
এসময় বক্তারা অনতিবিলম্বে ঘাতক সালাম কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি কার্যকরের দাবি জানান।