
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষকে ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও হয়রানি করে আসছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সামাজিক আন্দোলন কাঠালিয়ার ব্যানারে দুর্নীতি ও ঘুষ বন্দের দাবিতে মাববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
https://youtu.be/_H3Msb7Q7wE
আজ ১৬ মে সোমবার বেলা ১১টায় উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঘুষ, অনিয়ম ও হয়রানীর শিকার ক্ষতিগ্রস্থরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মোঃ তুহিন সিকদার, ভুক্তভোগী ছোনাউটা গ্রামের আবু মুসা, দক্ষিন চেঁচরীগ্রামের মোঃ সাইফুল্লাহসহ অনেকে। তারা অভিযোগ করেন- অফিসের কর্মকর্তা আবু ইউসুফসহ অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক এরা সকলে মিলে যেকোন কাজে ঘুষ নিয়েও হয়রানি করে থাকেন।
অবিলম্বে তাদের শাস্তি ও বদলীর দাবি জানান। পরে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সী উপস্থিত হয়ে মানববন্ধনকারী ও উপস্থিত সাংবাদিকদের দুর্ণীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির আশ্বাস দেন।