
আবুল কালাম আজাদ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা দাড়ার পাড় আব্দুল হাকিম গ্রামের আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মে) উপজেলার দাড়ার পাড় আব্দুল হাকিম গ্রামের জুয়েল মিয়ার পুত্র আব্দুল্লাহ আনুমানিক প্রায় ২ টার দিকে ডোবার মধ্যে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। পিতা জুয়েল মিয়া উপজেলার উলিপুর এম এস স্কুল আন্ড কলেজের সামনে চা এর বব্যাবসা করেন। তিনি দুই সন্তানের জনক।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আব্দুল্লাহ তার দাদা দাদীর সাথে জমিতে ধান শুকানোর জন্য তার বাড়ি থেকে দক্ষিনে প্রায় ১৫০ গজ দুরে যায়। তার দাদা-দাদী ধান শুকানোর কাজে ব্যাস্ত থাকায় এক পর্যায় জমিতে থাকা ডোবা (খাল) এর মধ্যে পড়ে যায়। সেখানে অনেক পানি থাকায় উপরে উঠতে পারেনি। প্রতক্ষ্যদর্শী জাইদুল ইসলাম বলেন আমি প্রায় ২ টার দিকে ওই ডোবার পাশ দিয়ে যেতে শিশুটিকে ভাসতে থাকা দেখতে পাই। এক পর্যায় চিল্লাচিল্লি করলে তার দাদা-দাদী সহ শিশুটিকে উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উলিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মেনাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের আবাসিক চিকিৎসক জনাব মাইদুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পুর্বেই মারা যায়।