
প্রেস বিজ্ঞপ্তি
ঝিনাইদহ কোটচাঁদপুরের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৪ এপ্রিল ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভাস্থ চৌগাছা বাসস্ট্যান্ডে পৌর কর্তৃপক্ষের অনুমতিক্রমে টোল আদায়ের কার্যক্রম করছিল ভিকটিম মোঃ আক্তারুল সরদার(২১) ও মোঃ সাব্বির (২২)।
এমন সময় টোল আদায়কে কেন্দ্র করে ভিকটিমদ্বয়কে আসামী মোঃ আশরাফুল ইসলামসহ এজাহারে উল্লেখিত তার সহযোগী আসামীরা একত্রিত হয়ে পূর্বপরিকল্পিত ভাবে ছুরি, হাসুয়া, চাইনিজ কুড়াল ইত্যাদি ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ী দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে ভিকটিম মোঃ আক্তারুল সরদারের বাবা বাদী হয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ মে ২০২২ তারিখ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার আসামীরা যশোর জেলার চৌগাছা থানা এলাকায় আত্নগোপন করে আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত ০৩.১০ ঘটিকার সময় যশোর জেলার চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ আশরাফুল ইসলাম (৩০), পিতা-মোঃ আসাদুল ইসলাম, সাং-সলেমানপুর তেতুলতলা, থানা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।