
কাউখালী ( পিরোজপুর ) সংবাদদাতা
পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জান্নাত আরা তিথি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেয়েছে। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর কাউখালীতে সহকারি কমিশনার ( ভূমি) হিসেবে যোগদানের পর থেকে কাউখালীতে দায়িত্বের সাথে কর্তব্য পালন করে সাধারন জনগনর মন জয় করে নিয়েছে।
করোনাকালীন সময় থেকে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে। কাউখালীতে কর্মকালীন সময় রেকর্ড পরিমাণ সরকারি জমি উদ্ধার, মিস কেস নিষ্পত্তি, রাজস্ব আদায় এবং সততার সাথে সেবা গ্রহীতাদের সেবা প্রদানসহ সরকারি সকল কর্মকাণ্ডে দায়িত্বশীলতার সাথে কাজ করে আসছে। ভূমিহীন পরিবারের মধ্যে সঠিকভাবে খাস জমি বরাদ্দকরণ সহ সকল প্রকার সহযোগিতা করেন। বাজার মনিটরিং জোরদারসহ বিভিন্ন প্রকার ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে বাজার মনিটরিং জোরদার করেছে। জান্নাত আরা তিথি বলেন যে কোন ভালো প্রাপ্তি কাজ করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বাড়িয়ে দেয়।