
সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর অভিযানে সিলেটের কাজীটুলা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেটের অভিযানে ২,৮৮০ পিস ইয়াবাসহ একজন আসামী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে, ২০২২ তারিখে ১৭৫০ ঘটিকায় এসএমপি-সিলেটের কোতয়ালী থানাধীন কাজীটুলা লোহারপাড়াস্থ ওয়াজেদ ভিলা-১০৪ এর দোতলা বিশিষ্ট বাসার নিচতলায় পূর্ব পাশের ০৫নং রুমের ভিতর অভিযান পরিচালনা করে ২,৮৮০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি পাবনা জেলার সদর থানার শিবরামপুর এলাকার বাসিন্দা মৃত মোতাহার এর ছেলে মোঃ রুমন (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উক্ত বাসা/ভিলায় ভাড়া থেকে তার এই ইয়াবা ব্যবসা পরিচালনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপি-সিলেটের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। স্বাক্ষরিত/- (মোঃ লুৎফর রহমান) সিনিঃ সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯, সিলেট। মোবা: ০১৭৭৭৭১০৯০৭