বাংলাদেশ ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ১৮০৯ বার পড়া হয়েছে

র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা হতে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার। বিপুল পরিমান জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি স্ট্যাম্প উদ্ধার।

 

https://youtu.be/whrG9CyClp4

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়াল ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশব্যাপী আলোচিত বেশ কয়েকটি প্রতারণাকারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার।
র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার।

সাম্প্রতিক সময়ে র‌্যাব-৩ ও এনএসআই, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক শ্রেণীর অসাধু চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর মতিঝিল এলাকায় অধিক লাভের আশায় জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভেনিউ স্ট্যাম্প, প্রতারণামূলকভাবে সাধারন জনগণের নিকট বিক্রয় করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২০শে মে ২০২২ তারিখ র‌্যাব-৩ ও এনএসআই এর যৌথ আভিযানিক দল রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা (১) মোঃ ফরমান আলী সরকার (৬০), সাং-আঠারো পাইকা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম ও তার সহযোগী যথাক্রমে (২) মোঃ তুহিন খান (৩২), সাং-ছাগলছিড়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, (৩) মোঃ আশরাফুল ইসলাম (২৪), সাং-সোনাবর, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম এবং (৪) মোঃ রাসেল (৪০), সাং-শুন্যাটেংরা, থানা-ডেমরা, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত অভিযানে নন-জুডিশিয়াল স্ট্যাম্প নিম্নরুপঃ

ক। ১০০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৬৫০০ টি।
খ। ৫০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৩০০০ টি।
গ। ৩০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৪০০ টি।
ঘ। ২৫ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৫০০ টি।
ঙ। ২০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৪০০০ টি।
চ। ১০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ২৫০০ টি।
ছ। ০৫ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৬৫০০ টি।
জ। ০২ টাকা মূল্যমানের অনুলিপি স্ট্যাম্প ১৫০০ টি।
মোট নন-জুডিশিয়াল স্ট্যাম্প ২৪৯০০ টি যা ৯,৬৫,০০০ টাকা মূলমানের।

রাজস্ব স্ট্যাম্প নিম্নরুপঃ

ক। ৫০০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ২০০ টি।
খ। ১০০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৩৬৪০ টি।
গ। ৫০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৪২০০ টি।
ঘ। ২৫ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ১৬০ টি।
ঙ। ২০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৩৭২০ টি।
চ। ১০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ১১২৮০ টি।
ছ। ০৫ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ১৪২৮০ টি।
জ। ০৪ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ২৪০ টি।
ঝ। ০২ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৪৮০ টি।
মোট রাজস্ব স্ট্যাম্প ৩৮২০০ টি যা ৯,৩৮,৫২০ টাকা মূলমানের। উদ্ধারকৃত সকল স্ট্যাম্পের সর্বমোট মূল্য ১৯,০৩,৫২০ টাকা। এছাড়াও কার্টিজ পেপার ৫০০০ টি, মনিটর ০১ টি, সিপিইউ ০১ টি, প্রিন্টার ০১ টি এবং নগদ ৮,৮৬,৪৬০ টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভেনিউ স্ট্যাম্প সংগ্রহ করে প্রতারণামূলকভাবে বিক্রয় করে অন্যায়ভাবে লাভবান হয়ে আসছে। তাদের হেফাজত হতে উদ্ধারকৃত সকল স্ট্যাম্পসমূহ সংক্রান্তে কোন ধরনের কাগজপত্রাদি ও সন্তোষজনক জবাব দিতে পারে নাই। উক্ত জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকার নিজেকে ভেন্ডার হিসেবে পরিচয় দিলেও তার নিকট প্রাপ্ত সকল স্ট্যাম্প সম্পর্কে সে তার রেজিস্টার পত্রে সঠিক হিসাব দেখাতে ব্যর্থ হয়েছেন। সিন্ডিকেটের মাধ্যমে যোগসাজশে তার দখলে প্রাপ্ত স্ট্যাম্পসমূহ সৃজন অথবা সংগ্রহ করে নিজের দখলে রেখে প্রতারণার মাধ্যমে আসল হিসেবে বিক্রি করার মতো ধর্তব্য অপরাধে সে জড়িত।

 

 

জব্দকৃত স্ট্যাম্পসমূহের কাগজ ও মুদ্রণ সঠিক নয় ও ছিদ্রবিহীন এবং পেছনে আঠালো প্রলেপের কোন অস্তিত্ব পাওয়া যায় নাই। স্ট্যাম্পের নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নয় প্রতীয়মান। এছাড়াও তারা কোন ট্রেজারি চালান উপস্থাপন করতে পারে নাই। গ্রেফতারকৃত মোঃ তুহিন খান ও মোঃ রাসেল অবৈধ জাল স্ট্যাম্প ভ্রাম্যমান দোকানে মতিঝিলের বিভিন্ন স্থানে আর্থিক লাভের আশায় প্রতারণার মাধ্যমে বিক্রয় করে আসছে। প্রায় ৩/৪ বছর যাবৎ তারা এই প্রতারণা ও জাল জালিয়াতির সাথে জড়িত। উল্লেখ্য যে, সরকারিভাবে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুর হতে সকল স্ট্যাম্প সংগ্রহ করার বিধান প্রচলিত রয়েছে।

 

 

গ্রেফতারকৃত ফরমান আলী সরকার উক্ত চক্রের মূলহোতা। সে কুড়িগ্রাম সরকারি ডিগ্রী কলেজ হতে ডিগ্রী পাস করেছে। ফরমান আলী সরকার ১৯৯৩ সাল হতে স্ট্যাম্প ভেন্ডার এর ব্যবসায় লিপ্ত হন এবং অদ্যাবধি কাজ করে যাচ্ছেন। ফরমান আলী সরকারের বিরুদ্ধে পূর্বেও সিআইডি কর্তৃক উক্ত একই কর্মকান্ডের জন্য মামলা রয়েছে (পল্টন থানার মামলা নং-৫১, তাং-২৯/০৮/২০১৭, ধারা-৪১৯/৪৬৭/৪৭৪/৩৪ পেনাল কোড) যার প্রেক্ষিতে তিনি আটক এবং জেলহাজতে ছিলেন। বর্তমানে তিনি জামিনে থাকায় উক্ত মামলায় হাজিরা দিয়ে যাচ্ছেন।

 

গ্রেফতারকৃত মোঃ তুহিন খান, শনির আখড়া মাদ্রাসা হতে অষ্টম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছে। সে অবৈধ জাল স্ট্যাম্প ভ্রাম্যমান দোকানে মতিঝিলের বিভিন্ন স্থানে আর্থিক লাভের আশায় প্রতারণার মাধ্যমে বিক্রয় করে আসছে। প্রায় ৩/৪ বছর যাবৎ সে এই প্রতারণা ও জাল জালিয়াতির সাথে জড়িত।

 

গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম, পুটিকাটা সিন্দুরমতি কলেজ হতে এইচএসসি পাস করেছে। সে ইতোপূর্বে গ্রামীনফোন কোম্পানী চাকুরী করত। বিগত ০২ বছর যাবৎ ফরমান এর সহযোগী হিসেবে কাজ করছে।

 

গ্রেফতারকৃত মোঃ রাসেল, কোনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাস করেছে। সে অবৈধ জাল স্ট্যাম্প ভ্রাম্যমান দোকানে মতিঝিলের বিভিন্ন স্থানে আর্থিক লাভের আশায় প্রতারণার মাধ্যমে বিক্রয় করে আসছে। প্রায় ৩/৪ বছর যাবৎ সে এই প্রতারণা ও জাল জালিয়াতির সাথে জড়িত। রাসেল এর নামে রাজধানীর পল্টন থানায় ২০১২ সালের ০১ টি অস্ত্র আইন ও ০১ টি অপহরণ এর মামলা রয়েছে। (পল্টন থানার মামলা নং-১৩, তাং-০৭/০৩/২০১২, ধারা-৩৬৪/৩৮৫ পেনাল কোড এবং পল্টন থানার মামলা নং-১৪, তাং-০৭/০৩ /২০১২, ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯(এ) ধারা) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello
জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার।

আপডেট সময় ১২:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা হতে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার। বিপুল পরিমান জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি স্ট্যাম্প উদ্ধার।

 

https://youtu.be/whrG9CyClp4

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়াল ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশব্যাপী আলোচিত বেশ কয়েকটি প্রতারণাকারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।

র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার।
র‌্যাব ও এনএসআই এর যৌথ অভিযানে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকারসহ মোট চারজন গ্রেফতার।

সাম্প্রতিক সময়ে র‌্যাব-৩ ও এনএসআই, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক শ্রেণীর অসাধু চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর মতিঝিল এলাকায় অধিক লাভের আশায় জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভেনিউ স্ট্যাম্প, প্রতারণামূলকভাবে সাধারন জনগণের নিকট বিক্রয় করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২০শে মে ২০২২ তারিখ র‌্যাব-৩ ও এনএসআই এর যৌথ আভিযানিক দল রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি তৈরীর জালিয়াতি চক্রের মূলহোতা (১) মোঃ ফরমান আলী সরকার (৬০), সাং-আঠারো পাইকা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম ও তার সহযোগী যথাক্রমে (২) মোঃ তুহিন খান (৩২), সাং-ছাগলছিড়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, (৩) মোঃ আশরাফুল ইসলাম (২৪), সাং-সোনাবর, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম এবং (৪) মোঃ রাসেল (৪০), সাং-শুন্যাটেংরা, থানা-ডেমরা, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত অভিযানে নন-জুডিশিয়াল স্ট্যাম্প নিম্নরুপঃ

ক। ১০০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৬৫০০ টি।
খ। ৫০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৩০০০ টি।
গ। ৩০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৪০০ টি।
ঘ। ২৫ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৫০০ টি।
ঙ। ২০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৪০০০ টি।
চ। ১০ টাকা মূল্যমানের স্ট্যাম্প ২৫০০ টি।
ছ। ০৫ টাকা মূল্যমানের স্ট্যাম্প ৬৫০০ টি।
জ। ০২ টাকা মূল্যমানের অনুলিপি স্ট্যাম্প ১৫০০ টি।
মোট নন-জুডিশিয়াল স্ট্যাম্প ২৪৯০০ টি যা ৯,৬৫,০০০ টাকা মূলমানের।

রাজস্ব স্ট্যাম্প নিম্নরুপঃ

ক। ৫০০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ২০০ টি।
খ। ১০০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৩৬৪০ টি।
গ। ৫০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৪২০০ টি।
ঘ। ২৫ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ১৬০ টি।
ঙ। ২০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৩৭২০ টি।
চ। ১০ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ১১২৮০ টি।
ছ। ০৫ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ১৪২৮০ টি।
জ। ০৪ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ২৪০ টি।
ঝ। ০২ টাকা মূল্যমানের রাজস্ব স্ট্যাম্প ৪৮০ টি।
মোট রাজস্ব স্ট্যাম্প ৩৮২০০ টি যা ৯,৩৮,৫২০ টাকা মূলমানের। উদ্ধারকৃত সকল স্ট্যাম্পের সর্বমোট মূল্য ১৯,০৩,৫২০ টাকা। এছাড়াও কার্টিজ পেপার ৫০০০ টি, মনিটর ০১ টি, সিপিইউ ০১ টি, প্রিন্টার ০১ টি এবং নগদ ৮,৮৬,৪৬০ টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভেনিউ স্ট্যাম্প সংগ্রহ করে প্রতারণামূলকভাবে বিক্রয় করে অন্যায়ভাবে লাভবান হয়ে আসছে। তাদের হেফাজত হতে উদ্ধারকৃত সকল স্ট্যাম্পসমূহ সংক্রান্তে কোন ধরনের কাগজপত্রাদি ও সন্তোষজনক জবাব দিতে পারে নাই। উক্ত জালিয়াতি চক্রের মূলহোতা ফরমান আলী সরকার নিজেকে ভেন্ডার হিসেবে পরিচয় দিলেও তার নিকট প্রাপ্ত সকল স্ট্যাম্প সম্পর্কে সে তার রেজিস্টার পত্রে সঠিক হিসাব দেখাতে ব্যর্থ হয়েছেন। সিন্ডিকেটের মাধ্যমে যোগসাজশে তার দখলে প্রাপ্ত স্ট্যাম্পসমূহ সৃজন অথবা সংগ্রহ করে নিজের দখলে রেখে প্রতারণার মাধ্যমে আসল হিসেবে বিক্রি করার মতো ধর্তব্য অপরাধে সে জড়িত।

 

 

জব্দকৃত স্ট্যাম্পসমূহের কাগজ ও মুদ্রণ সঠিক নয় ও ছিদ্রবিহীন এবং পেছনে আঠালো প্রলেপের কোন অস্তিত্ব পাওয়া যায় নাই। স্ট্যাম্পের নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নয় প্রতীয়মান। এছাড়াও তারা কোন ট্রেজারি চালান উপস্থাপন করতে পারে নাই। গ্রেফতারকৃত মোঃ তুহিন খান ও মোঃ রাসেল অবৈধ জাল স্ট্যাম্প ভ্রাম্যমান দোকানে মতিঝিলের বিভিন্ন স্থানে আর্থিক লাভের আশায় প্রতারণার মাধ্যমে বিক্রয় করে আসছে। প্রায় ৩/৪ বছর যাবৎ তারা এই প্রতারণা ও জাল জালিয়াতির সাথে জড়িত। উল্লেখ্য যে, সরকারিভাবে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুর হতে সকল স্ট্যাম্প সংগ্রহ করার বিধান প্রচলিত রয়েছে।

 

 

গ্রেফতারকৃত ফরমান আলী সরকার উক্ত চক্রের মূলহোতা। সে কুড়িগ্রাম সরকারি ডিগ্রী কলেজ হতে ডিগ্রী পাস করেছে। ফরমান আলী সরকার ১৯৯৩ সাল হতে স্ট্যাম্প ভেন্ডার এর ব্যবসায় লিপ্ত হন এবং অদ্যাবধি কাজ করে যাচ্ছেন। ফরমান আলী সরকারের বিরুদ্ধে পূর্বেও সিআইডি কর্তৃক উক্ত একই কর্মকান্ডের জন্য মামলা রয়েছে (পল্টন থানার মামলা নং-৫১, তাং-২৯/০৮/২০১৭, ধারা-৪১৯/৪৬৭/৪৭৪/৩৪ পেনাল কোড) যার প্রেক্ষিতে তিনি আটক এবং জেলহাজতে ছিলেন। বর্তমানে তিনি জামিনে থাকায় উক্ত মামলায় হাজিরা দিয়ে যাচ্ছেন।

 

গ্রেফতারকৃত মোঃ তুহিন খান, শনির আখড়া মাদ্রাসা হতে অষ্টম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছে। সে অবৈধ জাল স্ট্যাম্প ভ্রাম্যমান দোকানে মতিঝিলের বিভিন্ন স্থানে আর্থিক লাভের আশায় প্রতারণার মাধ্যমে বিক্রয় করে আসছে। প্রায় ৩/৪ বছর যাবৎ সে এই প্রতারণা ও জাল জালিয়াতির সাথে জড়িত।

 

গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম, পুটিকাটা সিন্দুরমতি কলেজ হতে এইচএসসি পাস করেছে। সে ইতোপূর্বে গ্রামীনফোন কোম্পানী চাকুরী করত। বিগত ০২ বছর যাবৎ ফরমান এর সহযোগী হিসেবে কাজ করছে।

 

গ্রেফতারকৃত মোঃ রাসেল, কোনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পাস করেছে। সে অবৈধ জাল স্ট্যাম্প ভ্রাম্যমান দোকানে মতিঝিলের বিভিন্ন স্থানে আর্থিক লাভের আশায় প্রতারণার মাধ্যমে বিক্রয় করে আসছে। প্রায় ৩/৪ বছর যাবৎ সে এই প্রতারণা ও জাল জালিয়াতির সাথে জড়িত। রাসেল এর নামে রাজধানীর পল্টন থানায় ২০১২ সালের ০১ টি অস্ত্র আইন ও ০১ টি অপহরণ এর মামলা রয়েছে। (পল্টন থানার মামলা নং-১৩, তাং-০৭/০৩/২০১২, ধারা-৩৬৪/৩৮৫ পেনাল কোড এবং পল্টন থানার মামলা নং-১৪, তাং-০৭/০৩ /২০১২, ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯(এ) ধারা) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক