
আবুল হাসান তালসার কুশনা কোটচাঁদপুর
কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুলোর মধ্যে তালসার, কামারকুন্ডু, আন্দোলপোতা, জনবহুল গ্রাম।ঝিনাইদহ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুলোর মধ্যে, সুতি, দুর্গাপুর হাজীডাঙ্গা, ঝিনাইদহ সদর এই গ্রাম গুলো থেকে ২২ থেকে ২৫ কিঃ মিঃ দূরত্ব।
এই ঝিনাইদহ সদরের গ্রাম গুলো, কোটচাঁদপুর উপজেলা শহর ৫ থেকে ৭ কিঃমিঃ দূরত্ব। কোটচাঁদপুর উপজেলার দূরত্ব কম হওয়ায়।কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। শিক্ষা গ্রহণ করতে আসেন, তালসার মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজ, দারুল আরকান মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা। নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্রয় করতে আসেন, তালসার বাজারে।
প্রাথমিক চিকিৎসা নিতে আসেন তালসার স্বাস্হ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। এই গ্রামের মানুষের নিকটস্থ হওয়ায় চলাচল বেশি। হাজারো মানুষ চলাচল করে, এলাকার মানুষের নিকট থেকে বাঁশ চেয়ে, বাঁশের সাঁকো বানিয়ে।ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হয়, ছাত্র ছাত্রী, কোমলমতি শিশু, ও বৃদ্ধদের। কৃষক, দিনমজুর ব্যবসায়ি মালামাল বিক্রির জন্য পারাপার হতে হয় ঝুঁকি নিয়ে।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি তালসার বাজার ঘাটের চিত্রা নদীর উপর ব্রীজ তৈরী করে এলাকার মানুষের চলাচলের পথ সুগম করতে। এলাকায় বসবাসরত ছাত্র ছাত্রী নারী পুরুষ সাধারণ পথচারীদের উপস্থিতিতে ২১ শে মে রোজ শনিবার সকাল নয়টার সময় তালসার বাজার ঘাটে এলাকার মানুষের চাওয়া বাঁশের বানানো সাকোর সামনে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ৩নং কুশনা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ হাবিবুর রহমান ৫নং ওয়ার্ড সদস্য মোঃ জাহিদুল ইসলাম ও সাধারণ মানুষ ঝিনাইদহ সদরের এমপি, কোটচাঁদপুর মহেশপুর,৩ আসনের এমপি মহোদয়গন কে দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার মানুষের যাতায়াতের কষ্টের কথা গুলো আমলে নিতে।
কথা হয় মানববন্ধনে উপস্থিত এলাকার মানুষের মধ্যে মোঃ আসাদুল মোঃ সুরুজ শাহিন রবিউল সবুজসহ যাতায়াত করা কোমল মতি ছাত্র ছাত্রী কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের বয়োবৃদ্ধ নারীদের সাথে। বলেন তালসার ঐতিহ্যবাহী বাজার ঘাটে ব্রীজ হলে স্কুল কলেজ মাদ্রাসায় ঝুঁকি ছাড়া সহজে যাতায়াত করতে পারবে আর হাজারো মানুষ দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।