
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২০ মে ২০২২ খ্রিঃ তারিখ ১৭:২৫ ঘটিকা হইতে ১৮:১৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া মুসলিমনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,৪০,০০০/- (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যের ২৯০ পুরিয়া (৫৪ গ্রাম) হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লিটন (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া একই তারিখ ২১:৩০ ঘটিকা হতে ২২:১০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০,৯০০/- (তিন লক্ষ নয়শত) টাকা মূল্যের ১০০৩ (এক হাজার তিন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আরিফ উল্লাহ (৩৩) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,০০০/- (দুই হাজার) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
_____________________________
Cell: +8801847474393