
মুলাদী প্রতিনিধি: অস্ট্রেলিয়ায় নিবাচনে লেবার পার্টির বিজয়ে মুলাদীতে মোটারসাইকেল শোভাযাত্রা করেছেন এক লেবার পার্টি সদস্য। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় মুলাদী পূর্ববাজার পুরাতন লঞ্চঘাট থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হিজলা-মুলাদী সংযোগ ডা. আব্দুর রাজ্জাক ভুলু সেতুতে শেষ হয়। পৌর সদরের বাসিন্দা, অস্ট্রেলিয়া প্রবাসী ও ওই দেশের লেবারপার্টির সদস্য আব্দুল খান রতন এই শোভাযাত্রার আয়োজন করেন।
এতে দুই শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। আব্দুল খান রতন জানান, আমি দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়া বাস করছি। সেখানকার লেবার পার্টির সাথে সক্রিয় রয়েছি। ছুটিতে এসে অস্ট্রেলিয়া যেতে দেরি হয়েছে। অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার পার্টির বিজয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করছি।