
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান এর উদ্বোধনের মধ্য দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে এ্যাডঃ আব্দুল হাকিম এবং সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম সজল কে নির্বাচিত করা হয়েছে।
রবিবার (২২ মে) বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিতিত্তে তাদের নির্বাচিত করা হয়।
অধিবেশন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
প্রথম অধিবেশনে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়াক সাত্তার শিকদারের সঞ্চালনায় আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী প্রমূখ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বক্তব্য রাখেন।
উল্লেখ যে, নব-নির্বাচিত সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম দীর্ঘদিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদেকর দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল সাফল্যের সাথে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।