
প্রেস বিজ্ঞপ্তি
কামালবাজারে দক্ষিণ সুরমা আনসার ও ভিডিপির খাদ্য বিতরণ দক্ষিণ সুরমায় পানিবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধপানি বিতরণ করেছে আনসার ও ভিডিপির সদস্যরা। সদর দপ্তর ও রেঞ্জের নির্দেশনায় এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তত্ত্বাবধানে রোববার (২২ মে) দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে পানিবন্দিদের মাঝে এসব খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাঃ তানিয়া লাইজু খানম, কুচাই ইউনিয়ন দলনেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, দলনেত্রী এলি জাম্মান পপি খানম, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামছুল ওয়াদুদ, ভিডিপি সদস্য শংকরী দেবী পুরুকায়স্থ ও বিলকিস বেগম, ইউএভিডিও ও দলনেতা মামুন, ওয়াদুদ প্রমুখ। দক্ষিণ সুরমা আনসার ও ভিডিপির সদস্যরা কামালবাজার ইউনিয়নে ৬০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি তাদের হাতে তোলে দেন।