
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৬ এর অভিযানে যশোর হতে ০৫টি ককটেল বোমা সহ ০১ জন আসামীগ্রেফতার।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ মে ২০২২ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানা এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা সৃষ্টি করার জন্য অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ০১.১০ ঘটিকার সময় যশোর জেলার অভয়নগর থানাধীন ৩নং চলিমিয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রাকিবুল ইসলাম @ নয়ন(২৩), পিতা-মৃত তায়েব আলী, মাতা-রেকসোনা বেগম, সাং-জয়ান্তা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে বিশেষভাবে রক্ষিত লাল কস্টেপ দ্বারা মোড়ানো ০৫(পাঁচ)টি ককটেল বোমা উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রুজু করা হয়েছে।