
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক অধ্যক্ষ আজিম উল হক’কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ মে) সকাল ১০ টায় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে শিক্ষক পরিষদ ব্যানারে এ সংবর্ধনা দেওয়া হয় তাকে। অধ্যক্ষ আজিম-উল-হক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে ১০টি কলেজের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাকে এ সংবার্ধনা প্রদান করা হয়।
এসময় গভর্নিং বডির সভাপতি মোঃ আলী আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুকেশ হালদার, কাজী শাহনেওয়াজ নাজনীন, কলেজের প্রভাষক প্রশান্ত কুমার মিত্র, সাংবাদিক আবদুস ছালাম আজাদী শিক্ষার্থী চাঁদনী মনি প্রমুখ।