
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আম গাছ থেকে পড়ে ইমন খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ইমন খান ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গত সোমবার সকালে তার নিজবাড়িতে গাছে আম পাড়তে ওঠে ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ ইমন খান সোমবার সকালে গাছে উঠে আম পাড়তে গেলে হঠাৎ অসতর্কতার কারণে গাছ থেকে মাটিতে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার জানাজার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।