
মোঃ গোলাম মহিউদ্দিন মুন্সী,
কুমিল্লা, দেবিদ্বার প্রতিনিধি।
১২ নং ভানী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের পরিষদ নির্বাচনকে সামনে রেখে ** আবু হানিফ** ৫ নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকল শ্রেণী পেশার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে চলছেন তিনি।
ইতিমধ্যে তার চাল-চলন ও হাসী মুখী আচার ব্যবহার মধ্যে দিয়ে ৫ নং ওয়ার্ড বাসীর মন জয় করছেন। আসন্ন ১২ নং ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে জয়ের বিষয়ে আশাবাদী তিনি। মোহাম্মদ আবু হানিফের বিযয়ে ত্রিবিদ্যা গ্ৰামের অভিভাবক বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা এজিএম আহমেদ ফারুক ভাই বলেন আবু হানিফ আমাদের ত্রিবিদ্যা ও কটকসার এই দুই গ্ৰামের একক প্রার্থী, আমরা তাকে দার করিয়েছি সে খুব ভালো এবং ভদ্র বিনয়ী,তার ভিতরে মানুষ কে সেবা দেওয়ার মন মানুষিকতা আছে, ইতি মধ্যে সে অনেক অসুস্থ মানুষ কে সেবা দিতে চেষ্টা করেছে।আমরা তাকে বিজয়ী করেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা শত ভাগ আশা বাদি সুষ্ট ভোটের মাধ্যমে সে বিজয়ী লাভ করবে এই প্রত্যাশা।