
প্রেস বিজ্ঞপ্তি
র্যাবের অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে দূধর্ষ ডাকাত দলের ০৬ জন সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, ডাকাতি, চাঞ্চল্যকর অভিযান এবং চোরাকারবারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় কতিপয় ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পথচারী, রিক্সা আরোহী, প্রাইভেটকার এবং মাইক্রোবাসসহ সিএনজি যাত্রীদের সুযোগ বুঝে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি করে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ২৪/০৫/২০২০ তারিখ ২০৪৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দূধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য ১। মোঃ রিপন (২৭), সাং-বারইখালী, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ২। মোঃ নাজমুল হোসেন (২৮), সাং-বেলিব্রীজ তের চর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, ৩। মোঃ নাহিদ (২০), সাং-কদমতলী (দারোগাবাড়ী), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ৪। মোঃ জীবন হোসেন (২২), সাং-কাঠালতলী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, ৫। মোঃ জুয়েল (৪০), সাং-কদমতলী, থানা-বাঞ্চারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং ৬। মোঃ রিপন (৩৫), সাং-সুবাড্ডা পশ্চিম পাড়া আদর্শনগর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে ০১ টি চাইনিজ কুলাড়, ০১ টি লোহার রড, ০১ টি চাপাতি, ০১ টি লোহার তৈরি ছোরা, ০১ টি স্টিলের তৈরি ছোরা, ০১ টি লোহার তৈরি কাটার, ০১ টি প্লাস এবং ০১ টি পাটের রশি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পথচারী, রিক্সা আরোহী, প্রাইভেটকার এবং মাইক্রোবাসসহ সিএনজি যাত্রীদের সুযোগ বুঝে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি করে আসছে বলে জানায়। উপরোক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম, পিপিএম সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপারেশন্স)
পক্ষে পরিচালক