
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২২ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় গত ১৮ এবং ১৯ মে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার কলেজ পর্যায়ে ৪টি ডিগ্রী কলেজের মধ্যে বড়ইয়া ডিগ্রী কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
কলেজ এর অধ্যক্ষ মো. মনিরউজ্জান জানান ১৯৯৯ সালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বড়ইয়া গ্রামে গ্রামিণ মনোরম পরিবেশে মাত্র ৩০জন শিক্ষার্থী নিয়ে এ কলেজের যাত্রা শুরু হয়। গরীব মেধাবী ও নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে এ কলেজটি প্রতিষ্ঠিত।
বর্তমানে এ প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও ৬টি বিষয়ে অনার্সসহ মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪’শত প্রায় ৬৫% নারী। এ প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্তরের পাসের হার সবসময়ই সন্তোষজনক।
২০২১ সালে পাসের হার ছিল ৯৯.৪৫% এবং A+ ছিল ৬৫ টি। আজকের এ শ্রেষ্ঠত্ব অর্জনে আমি আনন্দিত এবং এ অর্জনের পিছনে আমার প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, অধ্যাপকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।