
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাবড়ী (দিনাজপু
দিনাজপুরের ফুলবাড়ী চাঁদপাড়া গ্রামের একমাত্র খেলার মাঠে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক দখল করে গাছ লাগানোর প্রতিবাদে ও খেলার মাঠ রক্ষায় দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকগন।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের চাঁদাপাড়া মৌজার ১৮১৫ ও ১৮১৬ দাগের সরকারী খাস জমিতে স্থানীয় ছোট,বড় ছেলে-মেয়েরা দির্ঘ ৩০ বছর ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। হঠাৎ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মাজেদুর রহমান জোর পূর্বক মাঠ দখল করে বিভিন্ন প্রকার গাছ রোপন করছেন। আমরা তাকে নিষেধ করলেও সে আমাদের কথায় কোন কর্ণপাত না করায় আমরা প্রতিবাদ স্বরুপ মানববন্ধন করছি।
পরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয়দের গণস্বাক্ষরকৃত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বরাবর প্রদান করা হয়।