
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় আদমদীঘি থানাধীন নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুইটি পক্ষের মধ্যকার দীর্ঘ ত্রিশ বছরের বিবাদের নিরাসনের লক্ষ্যে (২৫ মে) বুধবার বিকেলে একটি আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়।
উক্ত আলোচনায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পরে গ্রামের দুইটি পক্ষের দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন বিষয়ের বিবাদ মিমাংসা উভয় পক্ষের সম্মতিতে সমাধান করা হয়। উক্ত মিমাংসা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আব্দুল রশিদ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বগুড়া, নাজরান রউফ সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল বগুড়া, সিরাজুল ইসলাম খান (রাজু) উপজেলা চেয়ারম্যান আদমদীঘি, অফিসার ইনচার্জ আদমদীঘি থানা, অফিসার ইনচার্জ দুপচাঁচিয়া থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আদমদীঘি থানা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় চেয়ারম্যান ও লক্ষীপুর গ্রামের সাধারণ জনগণ।
উল্লেখ্য আদমদিঘী থানার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিবাদমান দুটি পক্ষ মসজিদের জায়গা জমি এবং ব্যক্তিগত সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার প্রতিষ্ঠা করার জন্য প্রায় দীর্ঘ ত্রিশ বছর ধরে মারামারি, পাল্টাপাল্টি মামলা, জমি দখল, মসজিদ দখল, মসজিদের জায়গা জমি নিয়ে বিবাদ করে আসছিল।
উক্ত বিবাদমান বিষয়গুলো নিরসনে উভয় পক্ষদ্বয় স্থানীয়ভাবে জেলা পুলিশ বগুড়ার মধ্যস্থতায় আপোষ নামায় স্বাক্ষর করেন। উক্ত বিষয়ে তারা আর কোন বিরোধে লিপ্ত হবে না বলে উভয় পক্ষ সম্মত হয়। উভয় পক্ষদ্বয় পূর্বের ন্যায় শান্তিপূর্নভাবে বসবাস করবে বলে নিশ্চয়তা প্রদান করেন।