
মোঃ আজিজার রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় খানসামা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন সভাপতিত্বে ও সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রেসক্লাবের সদস্যদের নিয়ে মুক্ত আলোচনা করেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন সভাপতিত্বে ও সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ। এ সময় প্রেসক্লাবের বিষয়ে আলোচনা ও আগামী দিনের কর্মপরিকল্পনা করা হয় এবং সকলে একমত পোষণ করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা, সদস্য মোঃ আজিজার রহমান, জসিম উদ্দিন, সুজন শেখ প্রমুখ।