
কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থিতিতে, বীরমুক্তিযোদ্ধা সন্তান মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে মোঃ মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় শুক্রবার সকাল দশটার সময় কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আলোচনা ও কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক কমান্ডার মোহাম্মদ আবদুল মান্নান ঝিনেদা জেলা কমিটির তাসরিফ বিল্লাহ মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বীর মুক্তিযোদ্ধার সন্তান গন। ২১ সদস্য বিশিষ্ট কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল এর নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি হলেন মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মোঃ এনায়েতুল্লাহ সৈকত, সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান পিংকু, অর্থ সম্পাদক মোঃ আলামিন,দপ্তর সম্পাদক মোঃ মাজেদ জাহাঙ্গীর তিতাস, প্রচার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আবুল হাসান, প্রকল্প সমবায় ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আলম লীংকন, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ রফিকুজজামান লিটন, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ একরামুল হক, আইন হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম, শিক্ষা ও পাঠাগার মিলনায়তন সম্পাদক মোছাঃ ইয়াসমিন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মোঃ রোকনুজ্জামান, সদস্য মোঃ মঞ্জুরুল আলম মিলন, মোঃ মনিরুল ইসলাম তোতা, মোঃ সালমান রহমান রিজভী, মোঃ উজ্জল মন্ডল, মোছাঃ তাহেরা ইয়াসমিন।