
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালী উপজেলা সদরে অবস্থিত কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক সমাবেশ শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিথীকা সাহা, সহকারি শিক্ষিকা শিল্পী আক্তার, উম্মে নয়ন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাস্টার মোস্তফা কামাল, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রিয়াদ মাহমুদ শিকদার, ছাত্র অভিভাবক ওমর ফারুক, রায়হান চৌধুরি, হিরা আক্তারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। সমাবেশে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।